মোরেলগঞ্জে মাদরাসা কমিটি নিয়ে অস্থিরতা, মানববন্ধন-বিক্ষোভ

হোম পেজ » খুলনা » মোরেলগঞ্জে মাদরাসা কমিটি নিয়ে অস্থিরতা, মানববন্ধন-বিক্ষোভ
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


মোরেলগঞ্জে মাদরাসা কমিটি নিয়ে অস্থিরতা, মানববন্ধন-বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার নতুন গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মাদরাসা চত্বর থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে আমতলী বাজারে মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ অভিযোগ করেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মনোনীত সভাপতি শেখ মো. আব্দুল্লাহ আল মিজান ও বিদ্যোৎসাহী সদস্য মো. লুৎফর রহমান স্থানীয় নন। স্থানীয়দের মতামত ছাড়া বহিরাগতদের মনোনয়নে তারা ক্ষুব্ধ। প্ল্যাকার্ডে লেখা ছিল-আমরা মিজানকে চাই না, মিজান তুমি কে-ইত্যাদি প্রতিবাদী স্লোগান।

বক্তারা বলেন, শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় স্বচ্ছতা, অভিজ্ঞতা ও স্থানীয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা অভিযোগ করেন, নতুন কমিটির সিদ্ধান্তে স্থানীয়দের মতামত উপেক্ষিত হয়েছে। অযাচিত প্রভাব ও বাইরের ব্যক্তিদের হস্তক্ষেপ বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. নজরুল ইসলাম, খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাকির হোসেন, নলবুনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাজাহানসহ অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মনোনয়ন বাতিল না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আমতলী ইসলামিয়া কামিল মাদরাসায় সভাপতি হিসেবে খুলনার খালিশপুরের শেখ মো. আব্দুল্লাহ আল মিজান এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে ঢাকার মো. লুৎফর রহমানকে মনোনয়ন দেওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে অস্থিরতা দেখা দেয়।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৪:২৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ