
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর( পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল-ফরিদ ভূইয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর প্রেসক্লাবের আয়োজনে রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮ টায় প্রেসক্লাব হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ওসি মাহামুদ আল-ফরিদ ভূইয়া নাজিরপুরে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষায় যে আন্তরিকতা, নিষ্ঠা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা এলাকাবাসীর মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
প্রেসক্লাবের সভাপতি কে. এম. সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুল কবীর সিপারের সঞ্চালনায় আবেগঘন বক্তব্যে ওসি মাহামুদ আল-ফরিদ ভূইয়া বলেন, নাজিরপুর আমার কাছে দায়িত্বের জায়গার পাশাপাশি ছিল পরিবারের মতো। এখানে মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে শক্তি দিয়েছে। আমি এই এলাকার মানুষকে কখনো ভুলব না।
এ সময় বক্তারা ওসি মাহামুদ আল-ফরিদ ভূইয়ার কর্মজীবনের প্রশংসা করে বলেন, তাঁর কঠোর অবস্থান, সৎ প্রশাসনিক আচরণ এবং মানবিক দৃষ্টিভঙ্গির ফলে নাজিরপুরে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বড় ধরনের সফলতা এসেছে।
বিদায় সংবর্ধনায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
এএএইচ/এমআর