
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
বরিশালের মীরগঞ্জে এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
রবিবার সন্ধ্যায় শহরের ৪৯ শেরেবাংলা সড়কের মেডিসিন স্কয়ার এলাকায় অবস্থিত এবি পার্টি পটুয়াখালী জেলা কার্যালয়ে এ সমাবেশ হয়।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর। প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কামাল হোসেন বলেন, ব্যারিস্টার ফুয়াদের ওপর এ বর্বরোচিত হামলা গভীর উদ্বেগজনক। তিনি বলেন, ফুয়াদের ওপর হামলা ২৪-এর গণআন্দোলনের পর নতুন বাংলাদেশের অর্জনের ওপরও হামলা। হামলাকারীরা নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, যা জাতীয় রাজনীতির জন্য অশনিসংকেত।
তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘসময় ধরে অবহেলিত একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে এমন আচরণ দুঃখজনক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে হামলা ও ভয়ভীতি গণতন্ত্রকে দুর্বল করে এবং মানুষের মৌলিক অধিকারে হুমকি সৃষ্টি করে।
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আমরা সংখ্যায় কম হলেও সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা এবি পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মো. জাকির হোসেনসহ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
জেআর/এমআর