কালকিনিতে শিশু কানন স্কুলে বার্ষিক দোয়া ও বিদায়ী সংবর্ধনা

হোম পেজ » ঢাকা » কালকিনিতে শিশু কানন স্কুলে বার্ষিক দোয়া ও বিদায়ী সংবর্ধনা
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


 

কালকিনিতে শিশু কানন স্কুলে বার্ষিক দোয়া ও বিদায়ী সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে শিশু কানন কিন্ডারগার্টেন (কে.জি) স্কুলে বার্ষিক দোয়া ও মিলাদ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক অনুপম বালা ও সজীব অধিকারী।

এতে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান, বিদ্যালয়ের ভবন মালিক মো. হায়দার হোসেনের সহধর্মিণী রিমঝিম বেগম, কালকিনি মর্ডান প্রাইভেট হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আঞ্জুমান আরা বেগম (মনি), ব্যবসায়ী কামাল হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখায় শিক্ষকবৃন্দের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা এনামুল হক আসন্ন বৃত্তি পরীক্ষা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে শিশু কানন কিন্ডারগার্টেন (কে.জি) স্কুলটি সুনামের সঙ্গে পাঠদান করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৪ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ