
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম অয়েল আটক ও আত্মসাতের অভিযোগ তুলেছে আদর্শ গ্রুপ ও দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ অভিযোগ তুলে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনাকারী আদর্শ ব্রাদার্স ভান্ডারের ট্রেড লাইসেন্স নম্বর 242500001320 এবং টিআইএন নম্বর 737456806051। প্রতিষ্ঠানটি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে মোট ১৩,৯৫০ কেজি পাম অয়েল, বাজারমূল্য ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা, নিজস্ব ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জে আনছিল। পথে ট্রাক ও পণ্য নিখোঁজ হয়।
২২ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯ নম্বরে ফোন করলে জানা যায়- রায়গঞ্জ থানা পুলিশ ট্রাকটি পাম অয়েলসহ আটক করেছে। পরে ট্রান্সপোর্ট ম্যানেজারসহ সংশ্লিষ্টরা থানায় গেলে ট্রাকটি আটকে থাকা অবস্থায় দেখতে পান। তবে মৌখিক অনুরোধে পণ্য ফিরিয়ে না দিয়ে থানার পক্ষ থেকে যথাযথ প্রমাণ আনতে বলা হয়।
প্রতিষ্ঠান জানায়, পাম অয়েল কেনার চালান, মেমো ও প্রয়োজনীয় কাগজ থানায় জমা দেওয়া হলেও রায়গঞ্জ থানার ওসি কে.এম. মাসুদ রানা এবং এসআই ফিরোজ পণ্য ফেরত দিতে টালবাহানা করেন। পরে তারা জানান- আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে। কিন্তু ২৫ নভেম্বর আদালতে গিয়ে জানা যায়, ট্রাকটি একটি পুরোনো মামলা (মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫) দেখিয়ে জব্দ দেখানো হলেও পাম অয়েল জব্দ তালিকায় যোগ করা হয়নি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রতিটি ট্রাকে জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকে এবং ২১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে যমুনা সেতু পূর্ব টোল প্লাজায় ড্রামবোঝাই ট্রাক পার হওয়ার ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। এসব তথ্য প্রমাণ করে যে পাম অয়েলসহ ট্রাকটি রায়গঞ্জ থানায় ছিল।
সংবাদ সম্মেলনে ওসি কে.এম. মাসুদ রানা ও এসআই ফিরোজের বিরুদ্ধে অবৈধ আটক ও পণ্য আত্মসাতের অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, আদর্শ ব্রাদার্স ভান্ডার চাঁপাইনবাবগঞ্জের কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশের এমন আচরণ ব্যবসাবান্ধব পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম সাংবাদিকদের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ট্রাক ও পাম অয়েল দ্রুত ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান।