নাজিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


নাজিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার আপোষহীন অবস্থান জাতির জন্য স্মরণীয়। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের মাঝেও তাঁর দৃঢ়তা গণতান্ত্রিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত।

মাসুদ সাঈদী আরও বলেন, খালেদা জিয়া আলেমদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, আমরাও তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখি দেশের গণতন্ত্রের স্বার্থে। বিএনপি-জামায়াত অতীতের মতো ভবিষ্যতেও সৌহার্দপূর্ণ পরিবেশে ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ইরফান আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খান রুবেল। উপস্থিত ছিলেন বিএনপি, সেচ্ছাসেবক দল ও কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইরফান আহমদ।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২০:৫৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ