কুয়াকাটা ‘চর বিজয়’র ৮ম বছরপূর্তি উদযাপন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা ‘চর বিজয়’র ৮ম বছরপূর্তি উদযাপন
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


পর্যটন স্পট চর বিজয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া  (পটুয়াখালী)

পটুয়াখালীর পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার অন্যতম পর্যটন স্পট চর বিজয়ের অষ্টতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুয়াকাটা চর বিজয় সোসাইটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও  যথাসময়ে কেক কাটা , বৃক্ষ রোপন ও প্লাস্টিক বর্জ্য নিধন কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়।

জানা গেছে, ২০১৭ সালে ৪ ডিসেম্বর এই দিনে সাংবাদিক ও ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমিরের নেতৃত্বে ১১ জনের একটি দল বিজয়ের মাসে এই চারটি খুঁজে পান, যার নাম করণ করা  হয় চর বিজয়। সেই থেকে কুয়াকাটার ১২টি স্পটের সাথে যুক্ত হয় আর একটি দর্শনীয় স্পট। সেই থেকে চর বিজয়ের যাত্রা শুরু। কুয়াকাটা সৈকত  থেকে ২০ কিলোমিটার পূর্ব দক্ষিণে সমুদ্রের মাঝখানে এই চর বিজয় অবস্থিত। চারিদিকে অথৈ পানি আর মাঝ খানে লাল কাঁকড়া ও অতিথি পাখির কলকাকলীতে ভরা চর বিজয়।
৪ ডিসেম্বর এলে প্রতি বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়, তবে এবারই শুধু ভিন্ন আয়োজন ছোট করে করা হয় এই অনুষ্ঠান। দেশের প্রেক্ষাপট দিক চিন্তা করে এই আয়োজন ছোট করা হয়েছে বলে জানান কুয়াকাটা চর বিজয় সোসাইটির অন্যতম সদস্য জনি আলমগীর।

তিনি আরো বলেন যত দিন আছি ইনশাআল্লাহ প্রতি বছর এ দিনটি পালন করব যাতে কুয়াকাটা পর্যটন শিল্পের নতুন মাত্রা যোগ হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা চর বিজয় সোসাইটির সদস্য জনি আলমগীর, জাকারিয়া জাহিদ, সাংবাদিক শাহবুদ্দিন সিহাব প্রমূখ।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৮ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ