খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনায় দোয়া মোনাজাত

হোম পেজ » বরগুনা » খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনায় দোয়া মোনাজাত
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরগুনায় দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বরগুনাবাসীর সম্মিলিত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বরগুনা জেলা বিএনপি দোয়া মোনাজাতের আয়োজন করে। নতুন লঞ্চঘাট এলাকায় বরগুনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন। সদরঘাট মসজিদের প্রধান খতিব মুফতি গোলাম মাওলা জাহিদ দোয়া মোনাজাত পরিচালনা করেছেন। দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা দানের জন্য দোয়া প্রার্থনা করা হয় এছাড়াও তার পরিবার এবং বরগুনা বাসীর সকলের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, ব্যবসায়ী সমিতিসহ সকল ধর্ম ও বর্ণের মানুষ এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছে।

 

 

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১১:৫৪ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ