গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী বন্দরে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা কৃষকদলের সভাপতি এইচ এম আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম খলিফা, বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব সেলিম হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শরিফ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল জব্বার খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও মিজানুর রহমান আকবর, পৌর বিএনপির সদস্য হুমায়ূন কবির এবং পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ উজ্জল ফকির।
এ ছাড়াও যুবদল নেতা মাহফুজ মোল্লা, যুবদল নেতা সাইফুদ্দিন সরদারসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন গাজী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাংবাদিক মো. মেহেদী হাসান।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫২ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ