কাউখালীতে বের করে দেয়া শিক্ষার্থীদের পরীক্ষায় নিল প্রশাসন

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে বের করে দেয়া শিক্ষার্থীদের পরীক্ষায় নিল প্রশাসন
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে বের করে দেয়া শিক্ষার্থীদের পরীক্ষায় নিল প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হল থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগের পর উপজেলা প্রশাসন সরাসরি বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা নিয়েছে। বুধবার সকালে ২৩ নম্বর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা শিক্ষার্থীদের হাতে চকলেট দেন।

অভিভাবকরা জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে সহকারী শিক্ষক মঞ্জুয়ারা, রাজলক্ষ্মী কুন্ডু, ভারতী সাহা, লিটন কর, অসিম দাস, স্বপন বিশ্বাসসহ কয়েকজন শিক্ষক পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে বের করে দেন এবং বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন। এতে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক অসিম কুমার দাস বলেন, তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। প্রশাসন এসে পরীক্ষাটি নিচ্ছে।

ঘটনার খবর পেয়ে সকাল ১১টার দিকে ইউএনও স্বজল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুনিবুর রহমানসহ স্থানীয় প্রতিনিধিরা বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিক্ষার্থীদের হলে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সহকারী শিক্ষকরা পরীক্ষা বর্জন করায় প্রশাসন পরীক্ষা নেয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, অভিযোগের খবর পেয়েই মাঠে নামেন তাঁরা এবং শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করেন।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১২ ● ৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ