অনৈতিক বিষয় ফাঁসে চাঞ্চল্য কলাপাড়ায় ইউএনও অফিসের গাড়িচালকের কাণ্ড!

হোম পেজ » পটুয়াখালী » অনৈতিক বিষয় ফাঁসে চাঞ্চল্য কলাপাড়ায় ইউএনও অফিসের গাড়িচালকের কাণ্ড!
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আফজাল হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালকের অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক নারী গাড়িচালক আফজাল হোসেনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে প্রায় ৬ মিনিটের বক্তব্য দেন।

ভিডিওতে দেখা যায়, স্বামী পরিত্যক্ত এক অসহায় নারীকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলাপাড়া ইউএনও কার্যালয়ের পাশের ড্রাইভারদের বিশ্রামকক্ষে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন আফজাল হোসেন। অভিযোগ রয়েছে- এই সম্পর্কের দৃশ্য গোপনে ধারণ করে পরে ওই নারীকে ব্ল্যাকমেইল করে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।

ভুক্তভোগী আরেক নারী জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে ঝামেলার কারণে তিনি ইউএনও কার্যালয়ে গেলে আফজালের সঙ্গে পরিচয় হয়। পরে ঘরের সমস্যা মিটিয়ে দেওয়ার কথা বলে তিনি বিয়ের প্রলোভনসহ কুপ্রস্তাব দেন।

এ বিষয়ে অভিযুক্ত আফজাল সাংবাদিকদের নিউজ না করার অনুরোধ জানিয়ে দাবি করেন-ভিডিওতে থাকা ব্যক্তি আর কণ্ঠ একই নারীর নয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। তদন্তে দোষী প্রমাণ হলে গাড়িচালক আফজালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩১ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ