দশমিনায় প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


তিন দফা দাবিতে দশমিনায় প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবির সমর্থনে বিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে দাবি বাস্তবায়ন পরিষদ, দশমিনা উপজেলা।
শিক্ষকরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ, আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ করা এবং দ্রুত প্রজ্ঞাপন জারি। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা এসব দাবি নিয়ে স্লোগান দেন।
দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিস আহমেদ সাগরকন্যাকে বলেন, আমরা জানি সরকার আমাদের প্রতি আন্তরিক। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকার আগ্রহী। কিন্তু কিছু ষড়যন্ত্রকারীর কারণে প্রজ্ঞাপন জারি বিলম্বিত হচ্ছে। আমরা দ্রুত প্রজ্ঞাপন দিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। তাহলে আমরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যেতে পারব।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু জাফর বলেন, আমরা শিক্ষার্থীদের জিম্মি করতে চাই না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের আন্দোলনে বাধ্য করছে। যদি আমাদের ১১তম গ্রেডসহ দাবি মেনে নেওয়া হতো, তাহলে আন্দোলন লাগত না। তারা এখনই দাবি মেনে নিলে বিদ্যালয় বন্ধ থাকলেও আমরা পরীক্ষা নিতে প্রস্তুত। এছাড়া আন্দোলনে যুক্ত বিভিন্ন সংগঠনের নেতাদের শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদেরকেও শোকজ করা হয়েছে- আমরা চাই সব শোকজ প্রত্যাহার করা হোক।
তিনি আরো বলেন, করোনা মহামারির সময় আমরা যেভাবে শিক্ষার ঘাটতি পূরণ করেছি, দাবি মানলে একইভাবে স্কুল বন্ধ থাকলেও পরীক্ষা নিয়ে ঘাটতি পূরণ করব।
তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে সাধারণ সম্পাদক মো. আনিস আহমেদকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গেছে।
কর্মসূচিতে প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ