দুমকিতে খোরশেদ কাক্কুর ভাতের হোটেলে অগ্নিকাণ্ড, সব পুড়ে ছাই

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে খোরশেদ কাক্কুর ভাতের হোটেলে অগ্নিকাণ্ড, সব পুড়ে ছাই
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫


দুমকিতে আগুনে খোরশেদ কাক্কুর ভাতের হোটেল পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে খোরশেদ কাক্কুর ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকালে হোটেলের রান্নাঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা।
দোকানের মালিক সোহেল হাওলাদার জানান, আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের গাড়ী পৌছার আগেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তার সমস্ত মালামাল, আসবাবপত্র ও নগদসহ সর্বস্ব পুড়ে যায়। দোকানটি নিজের সর্বস্ব ও ঋণের টাকায় গড়ে তোলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আগুনে সব শেষ। এখন আয়ের পথ বন্ধ হয়ে গেল। হোটেলটাই ছিল তার একমাত্র ভরসা। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করলেও দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন।

এমআর

বাংলাদেশ সময়: ১০:৪৫:৩৬ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ