চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ শনিবার রাতে সিএনজিতে অভিনব কায়দায় লুকানো ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ তারিকুল ইসলাম (৩৪), রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মৃত নুর ইসলামের ছেলে ও পেশায় সিএনজি চালক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে একটি সিএনজি বিপুল পরিমাণ ফেনসিডিল বহন করছিল বলে জানা যায়। মহানন্দা টোল প্লাজায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করার সময় চালক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রেহাইচর আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

তল্লাশিতে সিএনজির বিভিন্ন স্থানে লুকানো ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় রাতেই হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:০৯:১৭ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ