কুয়াকাটার প্রিয় শিক্ষক ও সাংবাদিক খান এ রাজ্জাক স্মরণে

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটার প্রিয় শিক্ষক ও সাংবাদিক খান এ রাজ্জাক স্মরণে
সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫


শিক্ষক ও সাংবাদিক খান এ রাজ্জাক। ফাইল ছবি

নাসির উদ্দিন বিপ্লব

একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ব্যক্তিত্বের বিদায়ের আরও একটি বছর পূর্ণ হলো- আজ ১ ডিসেম্বর, ২০২৫ তারিখে আমরা স্মরণ করছি কুয়াকাটার প্রিয় শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবক খান এ রাজ্জাককে, যিনি ২০২২ সালের ১ ডিসেম্বর বিকালে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেই থেকে আর আমাদের মাঝে নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক এবং দৈনিক সমকাল পত্রিকায় কুয়াকাটা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্বও তিনি মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বসহকারে সম্পন্ন করেছিলেন।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিখুঁত। হিসাব বিজ্ঞান বিষয়টি পড়াতেন তিনি এমন ভদ্র ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে যে, তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ কখনও এইচএসসি পরীক্ষায় ফেল করেনি। গতানুগতিক প্রাইভেট পড়াতেন না- কিন্তু বিনা পয়সায় গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে তিনি বন্ধুর মত মিশতেন, তাদের দুঃখ-সুখের অংশীদার হতেন।

একজন সাংবাদিক ও সমাজহিতৈষী হিসেবে তিনি ছিলেন অনন্য। সবসময় গরীব ও অসহায় মানুষের জন্য ছুটেছেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তাঁর আন্তরিকতা ও পরোপকারিতা এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলো, যে কুয়াকাটা ও আশেপাশের মানুষ তাঁকে শুধুমাত্র একজন শিক্ষক বা সাংবাদিক হিসেবে নয়, বরং আদর্শ মানুষ হিসেবে চিনতেন-ভালবাসতেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই সন্তানের মধ্যে বড় ছেলে রুবাইয়াত খান সাকিব ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে দ্বাদশ শ্রেণিতে এবং ছোট ছেলে আল রাইয়ান খান ঢাকার মোহাম্মাদপুর মাদ্রাাসায় পড়ালেখা করছে। স্ত্রী মোসাঃ সুরাইয়া বেগম কুয়াকাটা লতাচাপলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

২০২২ সালের ১ ডিসেম্বর মৃত্যুর পরদিন সকালে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন; চোখের পানি, শোক আর ভালোবাসা মিলিত হয়েছিলো এক অপরিসীম স্মৃতিতে।

আজ আমরা স্মরণ করি তাঁকে- শিক্ষক, সাংবাদিক, বন্ধু, সমাজসেবক। যার শিক্ষাদীক্ষা, ভালোবাসা এবং মানবিকতা অনুপ্রেরণা হয়ে রয়েছে আমাদের মাঝে। তাঁর এই জীবনের গল্প এবং মানবিকতার দৃষ্টান্ত চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ০:১৩:৩৮ ● ১৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ