এবার সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

হোম পেজ » রাজশাহী » এবার সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু
সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫


 

এবার সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ ও চার দফা দাবি বাস্তবায়নে আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

চার দফা দাবিগুলো হলো-

সহকারী শিক্ষক পদটি ৯ম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।

বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ কর্মদিবসের মধ্যে প্রদান।

২০১৫ সালের পূর্বের ন্যায় সহকারী শিক্ষকদের ৩ বা ২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ।

কর্মবিরতির ফলে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকরা বলছেন, তাদের যৌক্তিক দাবি মানলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং পেশাগত স্থিতিশীলতা ফিরবে।

শিক্ষক নেতারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে আন্দোলন আরও কঠোর হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:০০:২৩ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ