অহংকারের মাস ডিসেম্বর

হোম পেজ » মুক্তিযুদ্ধ » অহংকারের মাস ডিসেম্বর
সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫


 

প্রতীকী চিত্র

মো. মহসীন খান

ডিসেম্বর বাঙালির জীবনে অহংকারের মাস। দিকে দিকে উড়ছে বিজয় পতাকা- মহান বিজয়ের প্রতীক। এই মাসেই একে একে মুক্তি পেতে থাকে শত্রু কবলিত বাংলার গ্রাম, নগর ও বন্দরের মানুষ। প্রতিদিনই নতুন নতুন মুক্ত এলাকা উড়ছে বিজয় পতাকা।

আজ ১ ডিসেম্বর, সোমবার, বিজয় আর অহংকারের মাসের শুরু। একাত্তরের এই দিনে ২৪ বছরের পাকিস্তানি শোষকরা পরাজিত হয়ে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ প্রান্তসীমায় পৌঁছায়। বাংলার দামাল ছেলেরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। একে একে হানাদার বাহিনীর প্রতিরোধব্যূহ ভেঙে পড়তে থাকে।

১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। তাই ডিসেম্বর বাঙালি জাতিসত্তা ও নিজস্ব ভূমির গৌরবের মাস। প্রায় ২০০ বছর ধরে হারানো স্বাধীনতা ফিরে আসে এই মাসেই। ১ ডিসেম্বর বিজয়ের মাসের সূচনা।

নভেম্বর মাসের শেষ দিক থেকেই ভারতীয় সীমান্তবর্তী অনেক এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। এ প্রেক্ষিতে পাক বাহিনী আরও হিংস্র হয়ে ওঠে এবং বিভিন্ন স্থানে গণহত্যা চালায়।

উল্লেখযোগ্য ঘটনা-’৭১ সালের ১ ডিসেম্বর ১৪০ জনের একটি পাক সেনা দল ঘোড়াশাল জুট মিলে আক্রমণ চালায়। এদিন বিদ্যুৎ না থাকায় মিলটি বন্ধ ছিল। পাক হানাদার বাহিনী মিলের ভেতরে ঢুকে ১৬ জন শ্রমিককে নৃশংসভাবে হত্যা করে।

হানাদার বাহিনীর নৃশংসতা উপেক্ষা করে দামাল মুক্তিযোদ্ধারা সামনে এগিয়ে চলতে থাকেন। অনেকে শহীদ হন হানাদার বাহিনীর হাতে।

-চলবে

লেখক: সাংবাদিক

বাংলাদেশ সময়: ০:০৮:৫৬ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ