
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উসকানিমূলক বক্তব্য এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাউফল পৌর শহরের নাজিরপুর বাংলাবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সুষ্ঠু ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপির প্রার্থীর উসকানিমূলক বক্তব্য, জামায়াত প্রার্থী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর মন্তব্য, প্রকাশ্য ও প্রচ্ছন্ন হুমকি, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের মারধর, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ এবং মামলার সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের মতো ঘটনা নির্বাচন পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন থেকে চন্দ্রদ্বীপে পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিতে প্রশাসনের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা সভাপতি লিমন হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।