অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দশমিনায় প্রায় অর্ধকোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দশমিনায় প্রায় অর্ধকোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


 

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান: দশমিনায় প্রায় অর্ধকোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং থানা পুলিশের যৌথ উদ্যোগে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান পরিচালনা করেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহসহ থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা সহকারী ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

 

ভূমি অফিস সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার এলাকায় খাস জমিতে দীর্ঘদিন ধরে দক্ষিণ দাসপাড়া গ্রামের মো. আজার উদ্দিন মাইজভান্ডারি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি ওই জমির তথাকথিত পজিশন বাঁশবাড়িয়া গ্রামের মো. হেমায়েত হাওলাদারের কাছ থেকে দেড় লাখ টাকার বিনিময়ে ক্রয় করেন। পরবর্তীতে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

 

এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৩৯ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ