কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে চার যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটা বেঙ্গল গেস্ট হাউজের পেছনে তালুকদার বাড়ির সামনে থেকে এদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ নাসির বিশ্বাস (২০), মোঃ শাহীন খান (২০), মোঃ রাকিবুল ইসলাম (২০) ও মোঃ রফিকুল ইসলাম (২১)।

অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসীন সাদেক। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের চৌকস টিম।  নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বিপজ্জনক। কুয়াকাটাকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৩ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ