মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা, তবে এটি একক সিদ্ধান্তের নয়- তারেক রহমান

হোম পেজ » রাজনীতি » মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা, তবে এটি একক সিদ্ধান্তের নয়- তারেক রহমান
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। ছবি- সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। দেশের সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। তিনি লেখেন, এমন স্পর্শকাতর বিষয়ে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। পরিস্থিতি উপযুক্ত পর্যায়ে এলে স্বদেশে ফিরে মায়ের পাশে থাকার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে।

তারেক রহমান আরও বলেছেন, দেশের মানুষ এবং রাজনৈতিক দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবার গভীর কৃতজ্ঞ। দেশের চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে যত্ন অব্যাহত রেখেছেন, এবং বিভিন্ন দেশ থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সহযোগিতার প্রস্তাব আসছে।

তিনি সকলের কাছে পুনরায় অনুরোধ করেছেন, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার। মায়ের জন্য প্রার্থনা সবসময় আমাদের জীবনের অমূল্য শক্তি, তারেক রহমান উল্লেখ করেছেন।

তারেক রহমানের সেই ফেসবুক স্ট্যাটাস

বাংলাদেশ সময়: ১৩:০২:৫২ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ