বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনায় আগৈলঝাড়ায় জনসমাবেশ

হোম পেজ » বরিশাল » বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনায় আগৈলঝাড়ায় জনসমাবেশ
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫


বরিশাল-১: মনোনয়ন পুনর্বিবেচনায় আগৈলঝাড়ায় জনসমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জনসমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবানের সমর্থকরা। কেন্দ্র থেকে সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে প্রার্থী ঘোষণা করার পরই এ দাবি জোরালো হয়।

শুক্রবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুল ইসলাম-এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান।

সভায় আরও বক্তব্য দেন গৌরনদী পৌর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, বাগধা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান লালু, বাকাল ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন-অর-রশিদ মোল্লা, সাবেক এজিএস জামাল হাওলাদার ও যুবদল নেতা অর্পণ ভাবুক। ইঞ্জিনিয়ার সোহবানের ছেলে পারভেজ সোবাহানও বক্তব্য দেন।

বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বরিশাল-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তারা বলেন, দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ