বামনায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

হোম পেজ » বরগুনা » বামনায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


বামনায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

বরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার এর বামনায় শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বামনা উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বামনা উপজেলার সরকারি ১৭টি দপ্তর প্রধান, চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করছি। মাঠের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠকও চলছে।
সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম একটি দেশের আয়না। যাচাই-বাছাই করা সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের বাস্তব সমস্যা তুলে ধরতে প্রশাসন সব সময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২টি ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নদীভাঙন, বন্ধ ফেরি চালু, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নসহ কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১২:২৯ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ