গোপালগঞ্জে শিল্পপতি দূর্জয়ের পিতার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে শিল্পপতি দূর্জয়ের পিতার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


গোপালগঞ্জে শিল্পপতি দূর্জয়ের পিতার ৮ম মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরিফুল ইসলাম দূর্জয়ের পিতা আবুল বসার মিয়া ওরফে বসন মিয়া’র অষ্টম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানি উপজেলার খাকবাড়িয়ার গ্রামের এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা প্রাঙ্গণে  এ স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ স্মৃতিচারণ সভায় দেশের নানা প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিল্পপতি,  চীন ও বাংলাদেশের ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  যোগ দেন।

এ সময় এমএস মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট মনিরা খাতুন তার শ্বশুর মরহুম আবুল বসার ওরফে বসন মিয়ার স্মৃতিচারণ করে বলেন, ব্যবসায়
সফলতার পেছনে তাঁর শ্বশুর বসন মিয়া এবং মরহুমা শাশুড়ী লাইলি বেগমের দিকনির্দেশনা ছিলোগুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে৷ এম এস মেটাল ইন্ডাস্ট্রিতে চীনের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগ রয়েছে এবং চীনের একদল দক্ষ প্রকৌশলী এখানে কর্মরত।

এম. এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের পরিচালক ও সিইও অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল এনামুল আরিফ সুমননের সভাপতিত্বে দোয়া  মাহফিলের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মাহমুদুল হাসান, অখিল বিশ্বাস জাহিদ খান, সিদ্দিক মিয়া, আসাদ মাস্টার মোস্ত মেম্বার, বাবু শিকদার, সারোয়ার মাস্টার, সিদ্দিক মিয়া ও কালা তালুকদার’সহ অনেকে বক্তব্য রাখেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ