গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ-শোভাযাত্রা

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ-শোভাযাত্রা
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে পুরো নির্বাচনী এলাকায় যৌথ জনসংযোগ, মোটর সাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ করেছে  বঞ্চিত পাঁচ জন মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার দুপুরে শহরের সড়ক ভবনের সামনে থেকে সহস্রাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকের একটি বহর নিয়ে জনসংযোগে বের হয় তারা।
বহরটি শহরের প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে ঘোনাপাড়া এবং পুলিশ লাইনস মোড় হয়ে সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক তিনজন সভাপতি এম এইচ খান মঞ্জু, এফ-ই সরফুজ্জামান জাহাঙ্গীর ও এম সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সরদার নুরুজ্জামান ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেয় এ জনসংযোগে।
পথিমধ্যে বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিতরা।

জনসংযোগে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, গোপালগঞ্জ ২ আসন থেকে বিএনপি’র ৬ জন প্রার্থী মনোনয়ন চেয়েছিল। কিন্তু যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কখনোই মাঠে ময়দানে ছিলেন না। বিগত ১৫ বছরে যারা মাঠে ময়দানে ছিল তাদের যে কাউকে মনোনয়ন দিলে আমরা তা মেনে নেব। তারেক রহমান দেশের বাইরে থাকায় মনোনয়নে এমনটি হয়েছে বলেও জানান তার।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪২:০৪ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ