বরগুনায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা

হোম পেজ » সর্বশেষ » বরগুনায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

চাচাতো ভাইয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই বখাটের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চরকগাছিয়া গ্রামের মো. কুদ্দুস মোল্লার ছেলে ভুক্তভোগীর চাচাতো ভাই মো. হিরণ মোল্লা (২৪) এবং তার সহযোগী মানিকঝুড়ি গ্রামের মো. মাহবুব হাওলাদারের ছেলে মো. সুমনকে। এ তথ্য নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।

জানা যায়, ভুক্তভোগী আমতলীর একটি কলেজে বিএ দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন। একই বাড়ির চাচাতো ভাই হিরণ তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু হিরণ মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় পরিবার প্রস্তাবটি নাকচ করে। এতে ক্ষুব্ধ হয়ে হিরণ কলেজছাত্রীকে পথেঘাটে উত্ত্যক্ত করতে থাকে। পরে প্রতিশোধ নিতে বন্ধু সুমনকে সহযোগিতার জন্য আহ্বান করে।

ঘটনার দিন চলতি মাসের ২৪ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে আফজাল মোল্লার বাড়ির সামনে পৌঁছালে হিরণ তাকে জোরপূর্বক টেনে পাশের পুকুর পাড়ের কলাবাগানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাদির ডাকচিৎকার শুনে সুমন এসে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তারা ধর্ষণে ব্যর্থ হয়ে তার পরিহিত পোশাক ছিঁড়ে ফেলে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

ভুক্তভোগী বলেন, আমার মান-সম্মান রক্ষা করতে অল্পের জন্য বেঁচে গেছি। হাসপাতালে চিকিৎসা নিয়ে আমি আমতলী থানায় মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান সাগরকন্যাকে বলেন, বাদি অসত্য তথ্য দিয়েছেন। থানায় তিনি বা তার পরিবার কেউ মামলা করতে আসেননি। থানায় সিসি ক্যামেরা রয়েছে। কেউ এলে তা ক্যামেরায় থাকত।

এদিকে, আসামি হিরণের ফোন নম্বরে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৮ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ