পটুয়াখালীতে নানা আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে নানা আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


 

পটুয়াখালীতে নানা আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। বুধবার ২৭ নভেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি। পরে বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গবাদিপশু ও হাঁসমুরগির ফ্রি ভ্যাকসিন, প্রাণিসম্পদ প্রদর্শনী, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প, বিদ্যালয়গুলোতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, নারীদের নিয়ে সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে প্রাণিসম্পদ বিভাগ।

সভায় বক্তারা প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:২০:০২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ