দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

হোম পেজ » পটুয়াখালী » দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ
সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুসারে পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. মু. অলিউল ইসলাম বর্তমানে দুমকি উপজেলার সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি সংশ্লিষ্ট বিধি ও আইন অনুযায়ী ইউপি কার্যক্রম পরিচালনা করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

জানা যায়, মির্জাগঞ্জের একটি মামলায় ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধা ১২ নভেম্বর গ্রেফতার হওয়ার পর পরিষদ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় পরিষদের প্রশাসনিক কর্মকাণ্ড নিশ্চিত করতে জেলা প্রশাসন এই নিয়োগ প্রদান করে।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৪ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ