দুমকিতে সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগ
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


দুমকিতে সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগ!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে সরকারি খাস জমি ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জাকির গাজীর বিরুদ্ধে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. আমিনুল ইসলাম বারেক ঘটনাস্থলে গিয়ে এই অভিযোগ করেন।
মেম্বর আমিনুল ইসলাম বারেক জানান, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কচাবুনিয়া নদীর তীরবর্তী সরকারি জমিতে দোকান তোলার জন্য নদীর চর থেকে শ্রমিক দিয়ে মাটি কেটে ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন। শ্রমিকরা তাকে জানান, ইসলামি ফাউন্ডেশনের ডিডি ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেন গাজীর নির্দেশেই এই মাটি ভরাটের কাজ চলছে।
তিনি আরও অভিযোগ করেন, জাকির গাজী এর আগে নদীর চর থেকে মাটি কেটে একাধিক অবৈধ দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এসব দোকানের কোনো অনুমোদন বা বৈধ কাগজ নেই। এমনকি ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গাতেও দোকান তোলার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযুক্ত জাকির গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নদীর মাটি দিয়ে দোকানের ভিটি করেছি-এটা ঠিক। তবে জায়গাটি ব্যক্তি মালিকানাধীন রেকর্ডিও সম্পত্তি। সেখানে দোকান নির্মাণে মেম্বর বা ইউনিয়ন পরিষদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। নদীর তীরে অনেকেই দোকান তুলেছে, কিন্তু তাদের কেউ বাধা দিচ্ছে না। এটা ব্যক্তিগত আক্রোশ ছাড়া কিছু নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: এজাজুল হক বলেন, চরের মাটি কাটার কোন অভিযোগ পাইনি। তবে অবৈধ ভাবে মাটি কেটে নেয়ার প্রমাণ পেলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

 

এমআর

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৪ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ