মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

হোম পেজ » লিড নিউজ » মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবায়ের (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এসময় একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাতটার দিকে দুমকির মাদ্রাসা ব্রিজ এলাকায়।

জানা গেছে, যুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। তাঁর বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। যুবায়ের বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যুবায়ের নিজের মোটরসাইকেলে উপজেলার পাগলা থেকে দুমকীর দিকে যাচ্ছিলেন। পথে মাদ্রাসা ব্রিজ এলাকায় লোহার পাইপ বহনকারী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সঙ্গীসহ গুরুতর আহত হন। স্থানীয়রা যুবায়েরকে উদ্ধার করে দুমকী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এছাড়া মোটরসাইকেলে থাকা অপর গুরুতর আহত জিহাদ (২১)কে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন সাগরকন্যাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ২১:৪৯:১৭ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ