পিরোজপুরে মহিলা কলেজ হোস্টেলের পেছনে অশালীন আচরণ করেধেরা যুবক

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে মহিলা কলেজ হোস্টেলের পেছনে অশালীন আচরণ করেধেরা যুবক
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


 

পিরোজপুরে মহিলা কলেজ হোস্টেলের পেছনে অশালীন আচরণ করেধেরা যুবক

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর সরকারি মহিলা কলেজের হোস্টেলের পেছনে এসে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ভঙ্গি ও আচরণের অভিযোগে হেলাল বিশ্বাস (২৯) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হোস্টেলে অবস্থানরত কয়েকজন ছাত্রী জানান, দুই ব্যক্তি হোস্টেলের পেছনে এসে অশোভন আচরণ করছিল। এসময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় হেলাল বিশ্বাসকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা রনি নামের আরেকজন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানানো হয়।

আটক হেলাল বিশ্বাস সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। এর আগেও সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছি। যারা এ ধরনের আচরণে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৪:৩১ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ