কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবন: দুইজনের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবন: দুইজনের কারাদণ্ড
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবন: দুইজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা বাস টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন সাগর পাটোয়ারী (৩৬) ও ফারুক হাওলাদার (৩৮)।

মঙ্গলবার রাত ৭টায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, কুয়াকাটা বাস টার্মিনালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে, যেখানে প্রমাণের ভিত্তিতে দণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে। তাই সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। অভিযানে মহিপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:৩৬ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ