কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাউপবৃত্তি কর্মসূচি বিষয়ক কর্মশালা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাউপবৃত্তি কর্মসূচি বিষয়ক কর্মশালা
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাউপবৃত্তি কর্মসূচি বিষয়ক কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষাউপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক একটি কর্মশালা মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের হয়রানি করলে, দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সরকারের সকল প্রণোদনা সঠিক প্রক্রিয়ায় সুবিধাভোগীর কাছে পৌঁছে দেওয়া হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু, এবং প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম।

সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, যেখানে সাধারণ প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা, সেখানে শিক্ষার্থীরা প্রত্যেকে পাচ্ছেন ১২০০ টাকা। বর্তমানে কলাপাড়ায় শিক্ষার্থীরূপে ভাতা পাচ্ছেন মাত্র ১২০ জন। তিনি আরও জানান, সরকারি সেবায় কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তথ্য দিয়ে সহায়তার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৫ ● ১৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ