চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে তিন নারী আহত

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে তিন নারী আহত
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে তিন নারী আহত

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণে মঙ্গলবার দুপুরে তিন নারী আহত হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন ফকিরপাড়ার সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্তনা বেগম ও মো. মুরাদের স্ত্রী রিপা। তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ সাগরকন্যাকে জানান, ফকিরপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসি খাতুন ও তার আত্মীয় মো. চাঁনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে বাড়ি সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে।

ওসি আরও বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৭ ● ১৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ