আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

হোম পেজ » রাজনীতি » আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে রত্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন সেরনিয়াবাতকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্র জানায়, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে মারধর করা হয়। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

ওই ঘটনার মামলায় রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের মৃত মৌজে আলী সেরনিয়াবাতের ছেলে রুহুল আমিন সেরনিয়াবাত (৪৬) আসামি ছিলেন। বিশেষ অভিযানে আজ রবিবার ভোরে এসআই আব্দুল্লাহ আল মামুন তাকে গ্রেফতার করেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতকে রবিবার সকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১০:৩২ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ