বরগুনায় সাবেক এমপির বিরুদ্ধে মানহানি মামলা

হোম পেজ » বরগুনা » বরগুনায় সাবেক এমপির বিরুদ্ধে মানহানি মামলা
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


 

বরগুনায় সাবেক এমপির বিরুদ্ধে মানহানি মামলা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে মানহানি মামলা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার আদালতে আইনজীবীদের কটূক্তির অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান মামলাটি গ্রহণ করে আসামীকে সমন দিয়ে ২৪ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য মো: সেলিম হোসাইন অভিযোগ করেন, ফরহাদ আইনজীবীদের নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেন, ওকালতি যারা করেন তারা কিন্তু টাউট-বাটপার হয়।

এই বক্তব্য ৬ ডিসেম্বর দুপুর আনুমানিক দেড়টার সময় ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়। বাদি আরও জানান, এই বক্তব্যে সমগ্র আইনজীবীদের অসম্মান করা হয়েছে। আইনজীবীদের ৫ কোটি টাকার মানহানি হয়েছে। বাদির আইনজীবী ও বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল ওয়াসি মতিন বলেন, ফরহাদ একজন সম্মানিত ব্যক্তি। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বরিশাল-৪ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তবে তার উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বরগুনার আইনজীবীদের ৫ কোটি টাকার মানহানি হয়েছে। তিনি আরও বলেন, ফরহাদ আইনজীবীদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধের ওপর আঘাত করেছেন এবং তার শাস্তি হওয়া উচিত।

এসব বিষয়ে কথা বলার জন্য মেজবা উদ্দিন ফরহাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২২ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ