গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে পিরোজপুরে ত্রৈমাসিক সভা

হোম পেজ » পিরোজপুর » গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে পিরোজপুরে ত্রৈমাসিক সভা
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


 

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে পিরোজপুরে ত্রৈমাসিক সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে পিরোজপুরে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস. এম. আল আমিন। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এটি মামলা জট কমাতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভা পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন। বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও দ্রুত বিচারপ্রাপ্তি সম্ভব হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সক্রিয় অংশগ্রহণ এ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সভায় বিভিন্ন ইউনিয়নের সচিব, গ্রাম আদালতের সদস্য এবং সিভিল সোসাইটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:০৭ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ