আদালতে মিথ্যা সাক্ষ্য: বাদি ও আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ

হোম পেজ » বরগুনা » আদালতে মিথ্যা সাক্ষ্য: বাদি ও আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


আদালতে মিথ্যা সাক্ষ্য: বাদি ও আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে বাদি ও আসামিসহ তিনজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস। সোমবার (১০ নভেম্বর) এই আদেশ দেন তিনি।

জানা যায়, বাদি হাফেজা মোসাঃ সুমাইয়া আক্তার মিম (২১) গত বছরের ২৮ জুলাই বরগুনার তালতলী উপজেলার শারিকখালী গ্রামের মো. মহিবুল্লাহসহ চারজনের বিরুদ্ধে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন।

এই মামলায় বাদিসহ পাঁচজন আদালতে শপথ নিয়ে সাক্ষ্য দেন। সোমবার পরবর্তী সাক্ষ্যের দিন নির্ধারিত থাকলেও আদালতে উপস্থিত হয়ে বাদি জানান, মামলাটি মিথ্যা ছিল এবং আপোস হয়েছে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু বলেন, বাদি একজন হাফেজা। আমরা তাকে সম্মান করি। কিন্তু শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া গুরুতর অপরাধ। তিনি আরও জানান, বাদি ও আসামি আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছেন তারা মিথ্যা বলেছেন। এ কারণে বিচারক বাদি সুমাইয়া আক্তার মিম, তার নানা মো. শাহ আলম সিকদার ও আসামি মো. মহিবুল্লাহকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

পিপি আরও বলেন, আসামি মহিবুল্লাহ বাদিকে ভুল বুঝিয়ে আদালতে মিথ্যা বলাতে সহায়তা করেছেন। আদালতের এই আদেশে একটি দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে মিথ্যা মামলা কমাতে ভূমিকা রাখবে।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল বারি আসলাম জানান, তিনি আসামির জেরার সময় উপস্থিত ছিলেন। পরে শুনেছেন আসামি বাদির সঙ্গে আপোস করেছেন। তিনি বলেন, যদি আসামি আবার আসেন, তবে আদালতে জামিন আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৬ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ