বরগুনায় সাবেক স্ত্রীকে ধর্ষণে মামলা!

হোম পেজ » বরগুনা » বরগুনায় সাবেক স্ত্রীকে ধর্ষণে মামলা!
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

বরগুনায় সাবেক স্ত্রীকে ধর্ষণে মামলা!

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

তালাক গোপন রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন এক নারী। রবিবার ওই আদালতের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস অভিযোগটি গ্রহণ করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আসাদুজ্জামান অপু (২৬), তার মা তাজনেহার বেগম (৫৫) এবং বাবা মো. মজিবুর রহমানকে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ বাদির সঙ্গে আসামি অপুর রেজিস্ট্রি কাবিনে বিয়ে হয়। কিছুদিন সংসার ভালো চললেও সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। গত ২ নভেম্বর অপু বাদির ফোনে মেসেঞ্জারে তালাকের একটি কপি পাঠায়।

বাদি জানান, ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে ঢাকা ও বরিশালে একসঙ্গে ছিলেন। এছাড়া ১ নভেম্বর অপু তার বাবার বাড়িতেও একরাত অবস্থান করেন। পরে ২ নভেম্বর রাতে অপু মেসেঞ্জারে তালাকের নোটিশ পাঠালে তিনি জানতে পারেন, তাকে ২৯ সেপ্টেম্বর তালাক দেওয়া হয়েছিল।

বাদির অভিযোগ, তালাকের বিষয়টি গোপন রেখে প্রতারণার আশ্রয় নিয়ে অপু তাকে একাধিকবার ধর্ষণ করেছে। অভিযোগে আরও বলা হয়েছে, এ ঘটনায় অপুর মা ও বাবা বিষয়টি জেনে তাকে সহযোগিতা করেছেন।

এসব বিষয়ে অভিযুক্ত অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য রিপোর্টে সংযোজন করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩১ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ