আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মাজেদ ফড়িয়ার ছেলে মো. সাইদুল ফড়িয়া (৩৪) এবং ফুল্লশ্রী গ্রামের লালন পাইকের ছেলে রাশেদ পাইক (২৭)-কে সাইদুলের বাড়ি থেকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন এসআই ওমর ফারুক। এ ঘটনায় তিনি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

অন্যদিকে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সাগ্রামের বাদশা বখতিয়ারের ছেলে আলামিন বখতিয়ার (৩১)-কে ৫৮ গ্রাম গাঁজাসহ শনিবার রাতে গোপালসেন এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই আব্দুল্লাহ আল মামুন। তিনিও বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৫৯ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ