
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরাই জাতির দিকনির্দেশক ও মেধার কারিগর। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে জাতি টিকে থাকতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে বড় পরিবর্তন আনা হবে। শিক্ষকদের মর্যাদা, চিকিৎসা, বাসস্থান ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আলাদা তহবিল গঠন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
সভা সঞ্চালনা করেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল এমরান হারুন ও নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক আবু তালেব ইভান।
মতবিনিময় সভায় কলাপাড়ার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।