
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দকৃত ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ বরগুনার আমতলী থানা থেকে লুট হয়েছে। ঘটনা প্রকাশ্যে ঘটে, ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দুই শতাধিক মানুষ থানা কম্পাউন্ডে ঢুকে মাছ লুট করেছে। তারা দাবি করেছেন, প্রশাসনের গাফলতির কারণে এমন পরিস্থিতি হয়েছে।
জানা গেছে, ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ। তবে তালতলী, কলাপাড়া ও আমতলী এলাকার কিছু জেলে সরকারী নিয়ম উপেক্ষা করে মাছ শিকার করছিল। জেলেদের নিকট থেকে এসব জাটকা ইলিশ নৌবাহিনী ও মৎস্য বিভাগ জব্দ করে আমতলী থানায় মজুদ রাখে।
প্রত্যক্ষদর্শীরা সাগরকন্যাকে জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ৫০টি এতিম খানায় জাটকা বিতরণ কালে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন প্রকাশ্যে মাছ লুট করে নেয়। পুলিশের উপস্থিতিতেও কেউ কিছু থামাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী গাজী নাসির উদ্দিন বলেন, পুলিশের সামনে মাছ লুট হওয়া দুঃখজনক। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত, এমন হতো না। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া দরকার।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, আমি প্রশিক্ষণে ছিলাম। মাছ বিতরণকালে শতাধিক লোক এসে লুট করেছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, জব্দকৃত অর্ধেক মাছ সঠিকভাবে বন্ঠন হয়েছে। বাকী অর্ধেক মানুষ নিয়ে গেছে। আমি ঠেকাতে পারিনি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, আমি বিষয়টি জানি না। থানা নিরাপদ জায়গা। তবে যদি লুট হয়ে থাকে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।