
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমা উপলক্ষে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হয়েছে। এ উৎসবের মাধ্যমে প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উদযাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালেই হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করেছে। এতে নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পরিতোষ মণ্ডল, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।
আশ্রমের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সুব্রত রায় জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্বশান্তি কামনায় উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের ভক্তবৃন্দ মিলিত হবেন।
উৎসবের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে মঙ্গল আরতি, শ্রীমত ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভা। ১০ নভেম্বর সমাপনী দিনে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে বসেছে বিশাল রাস মেলা। নাগরদোলা, রকমারি জিনিসের পসরা, পাহাড়ী কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচার এবং শিশুদের বিনোদনের জন্য খেলনা সামগ্রীতে মেলার পরিবেশ আনন্দমুখর হয়েছে।