গৌরনদীতে নবীন বরণ ও কলেজ বার্ষিকী অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নবীন বরণ ও কলেজ বার্ষিকী অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


 

গৌরনদীতে নবীন বরণ ও কলেজ বার্ষিকী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীদের উপস্থিতিতে নবীন বরণ এবং কলেজের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানটি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক গৌরনদী-আগৈলঝাড়ার সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। উদ্বোধক ছিলেন মহিলারা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সহকারী সচিব আয়মান হাসান রাহাত এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের বন্ধন দৃঢ় করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাবেক সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৩ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ