গৌরনদীতে অপরিকল্পিত স্পিড ব্রেকারে ইউপি সদস্য গুরুতর আহত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে অপরিকল্পিত স্পিড ব্রেকারে ইউপি সদস্য গুরুতর আহত
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


মহাসড়কে স্পিড ব্রেকার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় অপরিকল্পিত স্পিড ব্রেকারের কারণে গুরুতর আহত হয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মো. মনির। তিনি বর্তমানে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ মো. মনির গত সপ্তাহে ওই এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় স্পিড ব্রেকারের ওপর দিয়ে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ৫ নভেম্বর আইসিইউতে নেওয়া হয়।

জনপ্রিয় ও পরিশ্রমী ইউপি সদস্য সৈয়দ মো. মনিরের পরিবার তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:২০:৪১ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ