পরিবারের দাবি হত্যা বাগেরহাটে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম পেজ » খুলনা » পরিবারের দাবি হত্যা বাগেরহাটে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


বাগেরহাটে মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের একটি বাগান থেকে মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানের একটি মেহগনি গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে এলাকাজুড়ে তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড হতে পারে।
নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা মুজিবুরকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারা দাবি করেন, মুজিবুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মুজিবুর রহমানের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তিনি দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২৮:০৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ