
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সতর্কবার্তা দেন।
উপদেষ্টা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে কারো অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সাথে সাথেই তাকে আইনের আওতায় আনা হবে। আগে এমন ঘটনায় শুধু জিডি করা হতো, এখন সরাসরি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সভায় মাদক প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট চালু করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে বলেন, এসব বক্তব্যের অধিকাংশ সময় সত্যতা থাকে না, অথচ সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত সত্য হয়ে থাকে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম উপস্থিত ছিলেন।
এমআর