
সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে সোমবার (৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। বঙ্গোপসাগরের তীরে প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই ধর্মীয় উৎসবকে ঘিরে সুন্দরবনে বিরাজ করছে উৎসবের আমেজ।
তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসবস্থলে মোতায়েন রয়েছেন। হরিণ শিকার, বন্যপ্রাণী নিধন ও দস্যু দমনে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পাশাপাশি আলোরকোল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে টহল।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপত্তায় কোস্টগার্ড সার্বক্ষণিক কাজ করছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে একাধিক স্টেশন ও আউটপোস্টের সদস্য এবং ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, যেকোনো প্রয়োজনে ১৬১১১ নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি হরিণ শিকার ও দস্যু দমনে বন বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।
তিনি আরও জানান, এবারের রাসপূজায় প্রায় ১০ হাজার তীর্থযাত্রী উপস্থিত হয়েছেন। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
এনই/এমআর