আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেমায়েত শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পয়সারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মারধর করে, তার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই করে নেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হেমায়েত শিকদারকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০২:০০ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ