ডিকে ব্লাড ডোনার্স ক্লাব মাদারীপুরে নবাগত ডিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

হোম পেজ » ঢাকা » ডিকে ব্লাড ডোনার্স ক্লাব মাদারীপুরে নবাগত ডিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


ডিকে ব্লাড ডোনার্স ক্লাব নেতৃবৃন্দের মাদারীপুরে নবাগত ডিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

সাগরকন্যা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডিকে ব্লাড ডোনার্স ক্লাব।

সোমবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

জেলা প্রশাসক আফসানা বিলকিস সংগঠনের উদ্যোগের প্রশংসা করে সকল সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সহসভাপতি খন্দকার জিহাদ ও রফিকুল ইসলাম রফি, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি, সহসাংগঠনিক সম্পাদক সরদার সাদিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নয়ন চৌধুরী এবং সদস্য রাকিন, হিমেল, রায়হান, মামুন ও তামিমসহ অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪:০৪:১৩ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ